শনিবার, ২৭ এপ্রিল, ২০১৩

এইচটিএমএল টিউটোরিয়াল । HTML Tutorial পর্ব ১৪

বিস্-মিল্লাহির রাহমানির রাহীম । প্রথমে সবাই কে সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ! সালামটা গ্রহণ করবেন । আপনারা সবাই কেমন আছেন । আশা করি ভালো আছেন ।
আপনাদের দোয়াই আমিও ভালো আছি । আমি এই পর্যন্ত এইচটিএমএল সম্পর্কে ১৫ টি পোস্ট


করছি । আমার গত পোস্ট টি ছিল এইচটিএমএল/HTML তালিকা / Lists  সম্পর্কে । যারা দেখেন নি তারা দেখে নিন । এইচটিএমএল টিউটোরিয়াল । HTML Tutorial পর্ব ১৩
আমি আজ কে আলোচনা করব এইচটিএমএল / HTML ব্লকস / Blocks  নিয়ে । তাহলে শুরু করা যাক । 
এইচটিএমএল ব্লক এলিমেন্টসঃ
সর্বাধিক এইচটিএমএল এলিমেন্ট ব্লক স্তরের এলিমেন্টস বা ইনলাইন এলিমেন্ট হিসেবে সংজ্ঞায়িত করা হয় । ব্লক স্তর এলিমেন্টসাধারণত একটি ব্রাউজারে প্রদর্শিত যখন নতুন লাইন দিয়ে (এবং শেষ) শুরু করে ।

উদাহরণ: <h1>, <p>, <ul>, <table>
 


এইচটিএমএল ইনলাইন এলিমেন্টসঃ
ইনলাইন এলিমেন্টস সাধারণত একটি নতুন লাইন আরম্ভ না করে প্রদর্শন করা হয় ।
 

উদাহরণ: <b>, <td>, <a>, <img> 

এইচটিএমএল <div> এলিমেন্টঃ





এইচটিএমএল <div> এলিমেন্ট অন্য এইচটিএমএল এলিমেন্ট গোষ্ঠীবদ্ধ করার জন্য একটি ধারক হিসেবে ব্যবহার করা যেতে পারে যে একটি ব্লক স্তরের এলিমেন্ট

  <div> এলিমেন্ট এর কোন বিশেষ অর্থ আছে । এটি একটি ব্লক স্তরের এলিমেন্ট কারণ ব্যতীত, ব্রাউজার এটা আগে ও পরে একটি লাইন বিরতি প্রদর্শন করবে ।

একসঙ্গে CSS এর সঙ্গে ব্যবহার করা হলে, <div> এলিমেন্ট বিষয়বস্তুর বড় ব্লক যাও স্টাইল বৈশিষ্ট্যাবলী সেট ব্যবহার করা যেতে পারে

<div> এলিমেন্ট আরেকটি সাধারণ ব্যবহার, ডকুমেন্ট  বিন্যাস এর জন্য ।  এটা টেবিল ব্যবহার করে লেআউট সংজ্ঞা এর "পুরাতন পদ্ধতি" পরিবর্ত করা যায় ।  লেআউট জন্য <table> এলিমেন্ট ব্যবহার <table> সঠিক ব্যবহার হয় না । <table> এলিমেন্ট উদ্দেশ্য ট্যাবুলার তথ্য প্রদর্শন করা হয় । 

এইচটিএমএল <span> এলিমেন্টঃ
এইচটিএমএল <span> এলিমেন্ট লেখার জন্য একটি ধারক হিসেবে ব্যবহার করা যেতে পারে এমন একটি ইনলাইন এলিমেন্ট ।
<span> এলিমেন্ট কোন বিশেষ অর্থ আছে ।
একসঙ্গে CSS এর সঙ্গে ব্যবহার করা হলে, <span> এলিমেন্ট টেক্সট অংশের স্টাইল বৈশিষ্ট্যাবলী সেট ব্যবহার করা যেতে পারে

এইচটিএমএল গ্রপিং / Grouping ট্যাগঃ




আজ এই পর্যন্ত থাক আগামী দিন বিস্তারিত আলোচনা করব । ধন্যবাদ সবাই কে । যদি ভালো লাগে তাহলে কমেন্ট করুন । আর যদি কোন সমস্যা হয় তাহলেও কমেন্ট করুন । ভালো থাকুন সুস্থ থাকুন
 । 
দয়া করে কেউ এই ব্লগের কোনো কিছু চুরি করবেন না ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন