বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৩

হয়ে উঠুন একজন সফল ফ্রিল্যান্সিার পর্ব ১ ( মেগা টিউন)


বিস্-মিল্লাহির রাহমানির রাহীম । প্রথমে সবাই কে সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ! সালামটা গ্রহণ করবেন । আপনারা সবাই কেমন আছেন । আপনাদের দোয়াই আমি ভালো আছি । আমি গত পর্বে আলোচনা করেছি ফ্রিল্যান্সিং কিছু বিষয় নিয়ে । যারা গত পর্ব দেখেন নি
তারা দেখে নিন হয়ে উঠুন একজন সফল ফ্রিল্যান্সিার । (মেগা টিউন) । আমি আজকে আলোচনা করব একজন সফল ফ্রিল্যান্সিার হতে হলে যা যা করবেন আর যা যা করবেন না টা নিয়ে । আপনাদের আগেই বলেছি  একজন সফল ফ্রিল্যান্সিার হওয়ার জন্য আপনার ইচ্ছা ও ধর্জ থকতে হবে । ইচ্ছা ও ধর্জ আপনার না থাকলে আপনি কখনো একজন সফল ফ্রিল্যান্সিার হতে পারবেন না । আপনি যদি এক জন সফল ফ্রিল্যান্সিার হতে চান তাহলে আপনাকে যা যা করতে হবে এবং যা যা করতে পারবেন না তা নিয়ে বলব ।

 এক জন সফল ফ্রিল্যান্সিার হতে হলে আপনাকে যা যা করতে হবেঃ

 আপনি যদি  একজন সফল ফ্রিল্যান্সিার হতে চান তবে আপনাকে যে কোন কিছু জানতে হবে । যেমন- Web Design , Web Programming , Book Writing , Graphic Design , Articels Writing , Programming , Web Development ইত্যাদি । এগুলো থেকে আপনাকে যেকোনো একটি জানতে হবে । এবং সে বিষয়ে আপনি Odesk এ জব সিলেক্ট করতে হবে । আর যদি আরো বেশী জানেন তাহলে তো কোন কথাই নাই । আর একজন সফল ফ্রিল্যান্সিার হতে হলে অবশ্যই আপনাকে কাজে সময় দিতে হবে । আর আলস হওয়া চলবে না । আপনি এগুলো র মধ্যে যেকোনো একটি শিখে ফেলবেন । যেমন আমি শিখেছি Web Design এটা দিয়ে আমার ওয়েবসাইট ও ডিজাইন করতে পারছি । আর Odesk এ ও কাজ করতে পারছি । আপনি এমন কাজ শিখবেন যেটি দিয়ে আপনি নিজের কাজ ও করতে পারবেন এবং আয় ও করতে পারবেন । আর আপনি  Odesk কয়েকটি Sktill test দিন । এই খানে কাজ পেতে আপনাকে অনেক কষ্ট করতে হবে । আপনি এমন ভাবে Cover letter লিখবেন যেন বায়ার এর মন গলে যায় । তাহলে বায়ার আপনাকে এমনি তেই কাজ দিবে । আর বেশী করে কাজ শিখেন । তাহলে কাজ গুলো আপনার কাজে ও লাগবে এবং আয় ও করতে পারবেন ।

 এক জন সফল ফ্রিল্যান্সিার হতে হলে আপনি যা যা করবেন নাঃ

১। লোভঃ

আপনি যদি একজন সফল ফ্রিল্যান্সিার হতে চান তাহলে আপনি কখনো লোভ করা যাবে না । কথাই আছে লোভে পাপ পাপে মরণ । আপনি যদি একজন সফল ফ্রিল্যান্সিার তাহলে আপনি শুধু ফ্রিল্যান্সিং নিয়ে থাকতে হবে । আপনি কখনো অন্য কোন কাজে লোভে পড়ে গেলে হবে না । আপনি ফ্রিল্যান্সিং এর পাশাপাশি শুধু ব্লগিন করতে পারবেন । অন্য কোন কাজ ও  করতে পারবেন কিন্তু ফ্রিল্যান্সিং কে ছেড়ে দিলে হবে না । ফ্রিল্যান্সিং এর হাল ধরে থাকতে হবে । তাই আপনি এক জন একজন সফল ফ্রিল্যান্সিার হতে হলে আপনি কোন লোভ করতে পারবেন না । তাছাড়া লোভ মানুষের জীবনের ও ক্ষতি করে । 

২। নকলঃ

আমি এক বার Odesk এ একটি Skrill test দিয়ে ছিলাম । Skrill test টি ছিল HTML5 এর । আমি গুগুলে সার্চ দিয়ে answer টাও পেয়ে গেলাম । বাহ ২০ মিনিটের মধ্যে শেষ । এবার আমি রেজাল্ট দেখি আমি পাস করেছি । আমি আবার অরেক টি Skrill test দিয় । সেটা ছিল PHP2 এর আমি গুগুলে answer খুজে নিলাম । এবং পেয়েও গেলাম । এবার Skrill test টি দেওয়ার জন্য বসে গেলাম কম্পিউটারের সামনে । বাহ আবার ২০ মিনিটের মধ্যে Skrill test টি দিয়ে পেল্লাম । তার পর আমি  রেজাল্ট দেখি । আমি পাস করি নি । তার পর আমি মনে মনে ভাবি আমি যদি এই ভাবে নকল না করে । নিজে জিনিস টি শিখে test টি দিতাম তাহলে আমি অবশ্যই পাস করতাম । এর পর থেকে আমি আর নকল করি না । আসলেই নকল একটি খারাপ জিনিস । আমি আমার জীবন থেকে নকল নামক খারাপ জিনিস টি মুছে দিয়েছি । আপনিও মুছে দিন । এটা মানুষের জীবনে একটি খারাপ জিনিস ।
আজকে এই পর্যন্ত থাক । ধন্যবাদ সবাইকে । যদি ভালো লাগে তাহলে কমেন্ট করুন । আর যদি কোন সমস্যা হলে কমেন্ট করুন ।
দয়া করে এই ওয়েবসাইটের কোন কিছু চুরি করবেন না ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন