বিস্-মিল্লাহির রাহমানির রাহীম । প্রথমে সবাই কে সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ! সালামটা গ্রহণ করবেন । আপনারা সবাই কেমন আছেন । আশা করি ভালো আছেন । আপনাদের দোয়াই আমিও ভালো আছি । সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা । আজকে এই দিন
আমাদের জন্য সরণিয় হয়ে থাকতে । বাংলির কাছে এ দিন কত সরণিয় , সেটা ৬১ বছর আগে তাঁরা জীবন দিয়ে প্রমাণ করেছিলেন । আজ এই দিনে আমাদের তরুণ রা এক অভাবনীয় প্রতিভা প্রমাণ করেছে । তাঁরা প্রমাণ করেছে আমরাও পারি পৃথিবীর প্রথম এবং পূর্ণাঙ্গ বাংলা সার্চ ইঞ্জিন তৈরি করেছে তাঁরা । আর তার নাম ‘পিপীলিকা’ । এই পিপীলিকা হয়ত আমাদের সারা বিশ্বের কাছে গিয়ে বলবে আমরাও পারি । এটির আজকের দিনে বিশ্বের ১৯৫,৫৯২ নাম্বার ওয়েবসাইট এটার বাংলাদেশের ৩২৩ নাম্বার ওয়েবসাইট । সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ এবং জিপি আইটি লিমিটেড যৌথভাবে তৈরি করেছে এই বাংলা সার্চ ইঞ্জিন । আজকে ১৪২০ এই বাংলা নববর্ষে এটি বাঙলির জন্য সেরা উপহার । এর চেয়ে ভালো উপহার এর হয় না । পিপীলিকা তৈরির প্রধান গবেষক ছিলেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রুহুল আমিন । তাঁর সঙ্গে কাজ করেছেন ওই বিভাগের ১১ তরুণ মাকসুদ হোসাইন, মহিউদ্দিন মিশু, মাহবুবুর রব, আসিফ সামির, সাজ্জাদুল হক, তৌহিদুল ইসলাম, তালহা ইবনে ইমাম, থিম্পু পাল, অপু চক্রবর্তী, বাকার মোহাম্মদ আলম ও ফরহাদ আহমেদ ।উদ্যোক্তারা বলছেন, বিগত এক দশকজুড়ে বাংলা কি-বোর্ড থাকলেও ইন্টারনেটের বিশাল তথ্যভান্ডারে বাংলা ভাষায় তথ্য খোঁজার জন্য কোনো সার্চ ইঞ্জিন ছিল না । আর সে কারণেই তাঁরা বাংলায় সার্চ ইঞ্জিন করার উদ্যোগ নেন । উদ্যোক্তারা বলছেন, বিগত এক দশকজুড়ে বাংলা কি-বোর্ড থাকলেও ইন্টারনেটের বিশাল তথ্যভান্ডারে বাংলা ভাষায় তথ্য খোঁজার জন্য কোনো সার্চ ইঞ্জিন ছিল না । আর সে কারণেই তাঁরা বাংলায় সার্চ ইঞ্জিন করার উদ্যোগ নেন । পূর্ণাঙ্গ এই সার্চ ইঞ্জিনের উদ্বোধন করেন । বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, বাংলাদেশ ব্যাংকের গর্ভনর আতিউর রহমান, বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক জাফর ইকবাল এবং জিপি আইটির প্রধান নির্বাহী রায়হান শামসি এ সময় উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠান শুরুর আগে অধ্যাপক জাফর ইকবালের কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে উচ্ছ্বসিত কণ্ঠে তিনি বলেন, ‘আমার মনে হয় আজকে আমার জীবনের বিশাল একটি আনন্দের দিন । বাংলায় প্রথম সার্চ ইঞ্জিন পিপীলিকা । আমার মনে হয় নববর্ষে দেশবাসীর জন্য এটাই সেরা উপহার । এখন থেকে বাংলায় অনুসন্ধান করে যেকোনো তথ্য খুঁজে পাওয়া যাবে পিপীলিকায় ।’
জাফর ইকবাল বলেন, ‘আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের চতুর্থ বর্ষের একটি প্রকল্প ছিল এটি । তারা এই প্রকল্পের নাম দিয়েছিল পিপীলিকা । পরে গ্রামীণফোন সেই প্রকল্পটি বাস্তবায়নে এগিয়ে আসে । আমার মনে হয়, বিশ্ববিদ্যালয় আর শিল্পপ্রতিষ্ঠান এক হয়েছে বলেই এত বড় অর্জন এল । আমি স্বপ্ন দেখি, বাংলাদেশের সব বড় অর্জন এভাবেই আসবে ।’
উদ্বোধনী অনুষ্ঠানে পিপীলিকার প্রধান গবেষক রুহুল আমিন বলেন, ‘পিপীলিকা একটি মিরাকল । এটি পূর্ণাঙ্গ সার্চ ইঞ্জিন হিসেবে ২০ কোটির বেশি মানুষকে বাংলা তথ্য খোঁজায় সহায়তা করবে ।’
মোস্তফা ফারুক মোহাম্মদ বলেন, ‘আমাদের তরুণেরা এই সার্চ ইঞ্জিন তৈরির মাধ্যমে আসলেই বাঙালি জাতিকে বিশাল একটি উপহার দিল ।’
ইয়াফেস ওসমান বলেন, ‘বাংলা ভাষায় সার্চ ইঞ্জিন তৈরি করে আমাদের দেশকে এগিয়ে নিল তরুণেরা ।’
আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘বাংলায় সার্চ ইঞ্জিন হতে পারে, এটি আমার কাছে অবিশ্বাস্য লেগেছে । কিন্তু এই তরুণেরা সেটাই বাস্তবে পরিণত করেছে ।’
উদ্বোধনী অনুষ্ঠানে জয়ন্ত চট্টোপাধ্যায়ের আবৃত্তি, ছোট্ট সোনামণিদের দেশের গান ও নৃত্য এবং ফাহমিদা নবীর গান এনে দেয় অন্য এক আমেজ ।
আয়োজকেরা জানান, পিপীলিকায় বাংলায় তথ্য অনুসন্ধানের জন্য নিজস্ব বাংলা অভিধান ব্যবহার করা হয়েছে । যদি ব্যবহারকারী কোনো শব্দের ভুল বানানও দেন, পিপীলিকা স্বয়ংক্রিয়ভাবে সঠিক বানান খুঁজে নিয়ে সেই নতুন শব্দ দিয়ে অনুসন্ধান চালাবে, ফলাফল দেবে এবং সঙ্গে সঙ্গে ব্যবহারকারীকে জানিয়ে দেবে তাঁর কোন শব্দের বানান ভুল ছিল, সঠিক কোন শব্দ দিয়ে অনুসন্ধান চালানো হয়েছে ।
সংবাদ অনুসন্ধান, ব্লগ অনুসন্ধান, বাংলা উইকিপিডিয়া অনুসন্ধান ও জাতীয় ই-তথ্যকোষসহ আরও অনেক কিছু থাকছে পিপীলিকায় । পিপীলিকা এর URL/ : http://pipilika.com
ধন্যবাদ সবাই কে । ভালো লাগলে কমেন্ট করবেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন