শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৩

ব্লগিন আয়ের এক নতুন সূচনা । পর্ব ১ ( টপ টিউন )


বিস্-মিল্লাহির রাহমানির রাহীম । প্রথমে সবাই কে সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ! সালামটা গ্রহণ করবেন । আপনারা সবাই কেমন আছেন । আশা করি ভালো আছেন । আপনাদের দোয়াই আমি ভালো আছি । আমি আজকে এক জন সফল ব্লগার এর পাঁচটি গুণ নিয়ে
আলোচনা করব । আপনি যদি এক জন সফল ব্লগার হতে চান তাহলে আপনার কিছু গুণ থাকা প্রয়োজন । আর সেই গুণ যদি আপানার কাছে না থাকে তাহলে আপনি এক জন সফল ব্লগার হতে পারবেন না । তাই আপনি এক জন সফল ব্লগার হতে চান তাহলে আপনাকে এই গুনের অধিকারী হতে হবে । এক জন সফল ব্লগার হওয়া অনেক কঠিন । এটা অনেক সাধনার জিনিস । এটা সাধনা ছাড়া হয় না । আমি নিচে এক জন সফল ব্লগারের পাঁচটি গুণ আলোচনা করেছিঃ

১। ইচ্ছাঃ
 প্রথমত আপনার এক জন সফল ব্লগার হওয়ার ইচ্ছা থাকতে হবে । আপনার যদি ইচ্ছা না থাকে তাহলে আপনি কখনো এক জন সফল ব্লগার হতে পারবেন না । কথাই আছে ইচ্ছা থাকলে উপায় হয় । এখানেও ঠিক তেমনই আপনার ইচ্ছা থাকলে উপায় হবেই । কারণ আপনার ইচ্ছা থাকে তাহলে আপনি এক বার না পারলেও আরেক বার চেষ্টা করবেন । আর যদি আপনার ইচ্ছা না থাকে তাহলে আপনি এক বার না পারলে আরেক বার চেষ্টা করবেন না । তাই আপনি ইচ্ছা ছাড়া এক জন সফল ব্লগার হতে পারবেন না । 
২। ধর্জঃ 
আপনার ইচ্ছার পাশাপাশি আপনার ধর্জ ও থাকতে হবে । আপনি ইচ্ছা নিয়ে এগিয়ে যাবেন আর ধর্জ দিয়ে টিকে থাকবেন । আপনার ইচ্ছা আছে কিন্তু ধর্জ নেই তাহলে আপনি  এক জন সফল ব্লগার হতে পারবেন না । আপনার যদি ধর্জ না থাকে আপনি কয়েক টি পোস্ট দিয়ে হাল ছেড়ে দিবেন । এবং হাল ছেড়ে দিলে কি হবে । আপনাকে এক টানা লাগে থাকতে হবে । যদি ভিজিটর না আসে তাহলে ধর্জ ধরে ভালো ভালো পোস্ট দিতে হবে । তাই আপনি যদি এক জন সফল ব্লগার হতে চান তাহলে আপনার ধর্জ থাকতে হবে ।
৩। ইউনিকঃ 
ইউনিক হল আপনার ব্লগের কোন কিছু যেন অন্য কোন ব্লগের মত না হয় । ইউনিক শব্দের অর্থঃ আলাদা , ভিন্ন । আপনার ব্লগের কোন কিছু যদি কোন ব্লগের সাথে মিল থাকে তাহলে আপনার ব্লগে এক জন ভিজিটর আসে চলে যাবে । যেহেতু - আপনি এক জন সফল ব্লগার হতে হলে আপনার ব্লগে ভিজিটর লাগবে তাই আপনাকে মনে রাখতে হবে যে আপনার ব্লগে যদি এক জন ভিজিটর ভালো কোন পোস্ট পায় সে আবার আসবে । কারণ সে ভাববে আপনি আরো ভালো কোন পোস্ট দিয়েছেন । 
তাই আপনি এক জন সফল ব্লগার হতে হলে আপনাকে অবশ্যই ভিজিটরের মন রক্ষা করতে হবে ।
৪। আপনার ব্লগের বিষয়ঃ
আপনার ব্লগের বিষয় হল আপনি যে বিষয় নিয়ে আপনার ব্লগটি লিখবেন সেটি । আপনি যে বিষয়ে ব্লগ তৈরি করবেন সে বিষয়ে ওয়েব লিঙ্ক এবং শিরোনাম দিন । আপনাকে এক জন সফল ব্লগার হতে হলে আপনার ব্লগের বিষয় ঠিক করতে হবে । আপনি এমন একটি বিষয় নিবেন যে সেটি আপনি সব চেয়ে ভালো জানেন । কত জন আছে হুট করে একটি ব্লগ তৈরি করে ফেলে কিন্তু কয়েক দিন পর সে ব্লগ টিতে আর পোস্ট দিতে পারে না । কারণ সে বিষয় ঠিক করে নি । তাই আপনাকে এমন একটি বিষয় ঠিক করতে হবে যে সেটি সারা জীবন লিখতে পারেন । আপনি যদি এক জন সফল ব্লগার হতে চান তাহলে অবশ্যই আপনাকে আপনার ব্লগটির বিষয় ঠিক করতে হবে । আর যদি আপনার ব্লগের বিষয় ঠিক না করেন তাহলে আপনি কখনো এক জন সফল ব্লগার হতে পারবেন না ।
৫। চুরি থেকে বিরত থাকাঃ
আমাদের সমাজে আমরা সবাই চোরকে ভালো বাসি না কারণ সে চুরি করে । আর আপনি যদি কারও ব্লগ থেকে কিছু চুরি করেন তাহলে এক জন ভিজিটর ও আপনাকে ভালোবাসবে না । আপনার কাজ আপনার ব্লগে ভিজিটর আনা । তাহলে এক জন ভিজিটর যদি আপনাকে ভালো বাসে না তাহলে সে আপনার ব্লগে আর আসবে না । কারণ সে জানে আপনি চোর আর সে আপনাকে ভালো বাসে না এবং আপনার ব্লগে সে আর আসবে না । তাই আপনি যদি এক জন সফল ব্লগার হতে চান তাহলে আপনি কারও ব্লগ থেকে কিছু চুরি করবেন না ।

এই পাঁচটি গুণ যদি আপনার কাছে থাকে তাহলে আপনি এক জন সফল ব্লগার হতে পারবেন । আর যদি এই পাঁচটি গুণ আপনার কাছে না থাকে তাহলে আপনি কোনদিনও এক জন সফল ব্লগার হতে পারবেন না । 
 আজকে এই পর্যন্ত থাক আগামী পর্বে আরো আলোচনা করব । ধন্যবাদ সবাইকে । যদি কোন সমস্যা হয় তাহলে কমেন্ট করুন । আর যদি ভালো লাগে তাহলেও কমেন্ট করুন ।
দয়া করে এই ওয়েব সাইটের কিছু কেউ চুরি করবেন না ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন