বিস্-মিল্লাহির রাহমানির রাহীম । প্রথমে সবাই কে সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ! সালামটা গ্রহণ করবেন । আপনারা সবাই কেমন আছেন । আশা করি ভালো আছেন । আপনাদের দোয়াই আমিও ভালো আছি । এই পর্যন্ত আমি ফ্রিল্যান্সিং বিষয়ে দুইটি পোস্ট দিয়েছি ।
আজকের টি সহ তিনটি । যারা দেখেন নি তারা দেখে নিনঃ
১। হয়ে উঠুন একজন সফল ফ্রিল্যান্সিার ( মেগা টিউন)
যাই হোক শুরু করি আজকের পোস্ট । আজকে আমরা আলোচনা করব যে কয়েক টি কারনে আপনি কখনোই এক জন সফল ফ্রিল্যান্সিার হতে পারবেন না । নিচে আমি এ কয়েকটি কারণ গুলো আলোচনা করছিঃ
১। সময়ের অভাবঃ
ফ্রিল্যান্সিার এমন একটা জিনিস যা সময় ছাড়া কখনো হয় না । আপনি যদি একজন সফল ফ্রিল্যান্সিার হতে চান তাহলে আপনি সময় নিচে ফ্রিল্যান্সিং এ নামতে হবে । ফ্রিল্যান্সিার অনেক সাধনার জিনিস তা কখনো সাধনা ছাড়া হয়া যায় না । এটা করতে অনেক কষ্ট করতে হয় । এবং অনেক সময় ধরে লেগে থাকতে হয় । কত জন আছে কয়েক দিন কাজ না পেলে হুট করে চলে যায় । এবার কয়েক দিন পড়ে আছে । এমন লোক কখনো এক জন সফল ফ্রিল্যান্সিার হতে পারবে না । Odesk এ নতুনদের একটি কাজ পাওয়া কত কঠিন শুধু যারা পেয়েছে তারা জানে । অন্য রা দেখলে মনে হয় কাজ পাওয়া একদম সোজা । আসলে একটি কাজ পাওয়া কত কঠিন শুধু যারা পেয়েছে তারা জানে । আসলেই Odesk এ কাজ পাওয়া অনেক কঠিন । কিন্তু ইচ্ছা থাকলে উপায় হয় । আপনার যদি ইচ্ছা থাকে তাহলে আপনি অবশ্যই কাজ পাবেন । তাই আপনার ইচ্ছা শক্তি কে ধরে রেখে অনেক সময় ফ্রিল্যান্সিং এ দিতে হবে । আর যদি সময় দিতে না পারেন তাহলে ফ্রিল্যান্সিার জগতে ঢুকে কোন লাভ নেই শুধু ইন্টারনেট বিল দিতে হবে ।
২। কাজ না শিখে ফ্রিল্যান্সিার জগতে ঢুকাঃ
এখনকার সময়ে কত জন আছে কাজ না শিখে ফ্রিল্যান্সিার জগতে ঢুকে পড়ে । বিশেষ করে নতুন রা এ কাজ করে । তারা এক দিন এটার শিখে আরেক দিন আরেক টি শিখে । এভাবে এক জন সফল ফ্রিল্যান্সিার হওয়া যায় না । আপনি যদি এক জন সফল ফ্রিল্যান্সিার হতে যান তাহলে আপনি এক টানা কাজ শিখতে হবে । যেমন আপনি ওয়েব ডিজাইন শিখবেন । কত জনে আমাকে প্রশ্ন করে ভাই আমি কোথায় থাকে ওয়েব ডিজাইন শিখব । আরে ভাই আপনাদের কাছে কি এই জ্ঞান ও কি নেই । ওয়েব ডিজাইন শিখার জন্য কারো কাছে প্রশ্ন করতে হয় না কি । আপনি Google এ সার্চ করলে তো পেয়ে যান । যদি সার্চ ও করতে না পারেন তাহলে দেখে নিন কিভাবে সার্চ করতে হয় । আপনি Google এ সার্চ করবেন free web design tutorial অথবা free video web design tutorial । দেখবেন অনেক রেজাল্ট এসেছে এখান থেকে আপনি যেটা থেকে সহজ মনে হয় সেটা থেকে শিখেন । এভাবে আপনি Odesk এর জন্য যে কাজ শিখবেন সেটি Google এ সার্চ করে কাজ টি আগে শিখেন ।
৩। অনেক আয়ের আশাঃ
এখন অনেক মানুষ বলে ইন্টারনেটে নাকি টাকা উরে । এটা কি সত্য । আসলে এটা সত্য । ইন্টারনেটে টাকা উরলে কি হবে । সে টাকা আপনাকে ধরতে হবে । এখন আমাদের মাঝে প্রশ্ন আমি কীভাবে ইন্টারনেটের টাকা গুলো ধরব । এ টাকা আপনাকে ধরতে হলে অবশ্যই আপনাকে কিছু জানতে হবে । যেমন ব্লগিন , ফ্রিল্যান্সিং ইত্যাদি । এগুলো থাকে আপনি সেটা ভালো পারবেন সেটা করতে হবে । আপনি যদি ফ্রিল্যান্সিার হন তাহলে অবশ্যই আপনাকে যেকোনো কাজ জানতে হবে এবং সে বিষয়ে আপনাকে কাজে বিড করতে হবে এবং কাজ পেতে হবে । আর ব্লগিন করতে হলে আপনাকে যেকোনো একটি বিষয়ে যানতে হবে । এবং সে বিষয়ে ব্লগিন করতে হবে । আবার কত জন আছে ফ্রিল্যান্সিং করে কিন্তু ফ্রিল্যান্সিং এর দিকে মন নেই শুধু আয়ের দিকে মন । এমন মানুষ কখনো এক জন সফল ফ্রিল্যান্সিার হতে পারবে না ।
৪। চেষ্টা না থাকাঃ
আপনি এক জন সফল ফ্রিল্যান্সিার হতে চান কিন্তু আপনার চেষ্টা নেই । এরকম মানুষ কখনো এক জন সফল ফ্রিল্যান্সিার হতে পারবে না । আপনি শুনেছেন শরীফ ভাই এক জন সফল ফ্রিল্যান্সিার হয়েছে আমিও হব । কিন্তু আপনার চেষ্টা নেই । দেখুন চাইলেই কিছু পাওয়া যায় না । তার জন্য চেষ্টা করতে হয় । আপনার চেষ্টা নেই আপনি কাজ ও শিখবেন না । তাহলে কি এক জন সফল ফ্রিল্যান্সিার হতে পারবেন । আসলে না । শরীফ ভাই এক জন সফল ফ্রিল্যান্সিার হয়েছে । সে কত সাধনা করেছে আপনি যদি সেটা করতে পারেন তাহলে আপনিও এক জন সফল ফ্রিল্যান্সিার হতে পারবেন । যদি আপনি তার মতো সাধনা না করেন কিন্তু তার মতো হবেন । এটা কি হয় । সে সাধনা করেছে সে তার সাধনার ফল পেয়েছে । যদি আপনিও তার মতো সাধনা করেন তাহলে আপনিও তার মতো ফল পাবেন । আর যদি আপনি তার মতো হবেন কিন্তু সাধনা করবেন না তাহলে শুধু ইন্টারনেট বিল দিতে হবে কোন লাভ হবে না । তাই আপনি যদি এক জন সফল ফ্রিল্যান্সিার হতে চান তাহলে আপনাকে অবশ্যই সাধনা করতে হবে চেষ্টা করতে হবে ।
আজ এই পর্যন্ত আগামী পর্বে বিস্তারিত আলোচনা করব । ধন্যবাদ সবাইকে । যদি পোস্ট টি ভালো লাগে তাহলে কমেন্ট করুন ।
দয়া করে কেউ এই ব্লগের কিছু চুরি করবেন না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন