বিস্-মিল্লাহির রাহমানির রাহীম । প্রথমে সবাই কে সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ! সালামটা গ্রহণ করবেন । আপনারা সবাই কেমন আছেন । আশা করি ভালো আছেন । আপনাদের দোয়াই আমিও ভালো আছি । আজকে আমি আপনাদের দেখব কীভাবে আপনার ব্লগস্পট
ব্লগে যোগ করবেন একটি মিনু বার । এটা দুই নিয়মে করা যায় । প্রথম টি হল গ্যাজেট দিয়ে । আর অন্য টি হল এইচটিএমএল কোড দিয়ে । এখানে সহজ হচ্ছে গ্যাজেট দিয়ে করা । আমি আপনাদের সব সময় সব কিছু সহজ নিয়মে দেখাই । আর অনেকে সহজ নিয়মে ছাড়া বুঝে ও না । তাই আমি আজকেও সহজ নিয়মে দেখাব । আপনি যদি সফল ভাবে কাজ টি করতে পারেন তাহলে এই রকম একটি চিত্র আসবে । চিত্র টি দেখেনঃ
এই খানে আপনি শুধু একটি দিয়েছি । আপনি ইচ্ছা করলে ৬-৭ টি দিয়ে পারেন । আমি নিচে দেখিয়ে দিচ্ছি কীভাবে গ্যাজেট দিয়ে আপনার ব্লগস্পট ব্লগে যোগ করবেন একটি মিনু বার । নিচের জিনিস গুলো লক্ষ করুনঃ
১। প্রথমে আপনার ব্লগস্পট ব্লগের ড্যাশবোর্ড এ যান ।
২। সেখান থেকে লেআউট এ যান ।
৩। লেআউট থেকে একটি ''গ্যাজেট যুক্ত করুন '' এ ক্লিক করুন ।
৪। এখানে বিভিন্ন গ্যাজেট আসবে সেখান থেকে লিঙ্ক তালিকা / link list গ্যাজেট টি যুক্ত করুন । তার পর দেখবেন এরকম একটি চিত্র আসবে । চিত্র টি লক্ষ করুনঃ
৫। এখানে শিরোনাম দিন আপনার ইচ্ছা মতো । যেমন আমি দিয়েছি প্রথম 'পাতা' ।
৬। তালিকাতে দেখানোর জন্য লিঙ্কের সংখ্যা এই খানে আপনি আপনার মিনু বারে যত টি আইটেম দিবেন তা লিখবেন । বাছাই হচ্ছে এই খানে আপনি যদি তালিকাতে দেখানোর জন্য লিঙ্কের সংখ্যা গুলো ঠিক মনে করেন তা দিবেন ।
৭। নতুন সাইটের URL এটা হচ্ছে আপনি যেই আইটেম টি দেখাবেন সেটির ঠিকানা । যেমন আমি দিয়েছি । আমার সাইটের URL । আমার সাইটের URL টি মানে আমার সাইটের প্রথম পাতা ।
৮। নতুন সাইটের নাম মানে হচ্ছে আপনি যেই আইটেম টি দিবেন তার নাম । যেমন আমি দিয়েছি প্রথম পাতা । তাই আমার ব্লগে মিনু বার এ যুক্ত হয়েছে প্রথম পাতা ।
৯। যদি আপনি মিনু বারে আরো কয়েক টি আইটেম যোগ করতে চান তাহলে ''লিঙ্ক যুক্ত করুন'' এ ক্লিক করুন । এবার উপরে যে ভাবে পূরণ করেছি সেই ভাবে পূরণ করুন ।
১০। এবার আপনি ''সংরক্ষণ'' এ ক্লিক করুন । তার পর আপনার সাইট টি দেখুন । দেখবেন আপনার ব্লগ এ একটি মিনু বার যুক্ত হয়েছে ।
আজ এই পর্যন্ত থাক । অন্য দিন অন্য বিষয়ে লিখব । ধন্যবাদ সবাইকে । যদি কোন সমস্যা হয় তাহলে কমেন্ট করুন । এবার ভালো লাগলে ও কমেন্ট করবেন । আপনার ব্লগে যদি মিনু বার যুক্ত করেন তাহলে আপনার ব্লগের লিঙ্ক টি কমেন্ট করে জানাবেন ।
দয়া করে এই কেউ এই ব্লগের কিছু চুরি করবেন না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন