বিস্-মিল্লাহির রাহমানির রাহীম । প্রথমে সবাই কে সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ! সালামটা গ্রহণ করবেন । আপনারা সবাই কেমন আছেন । আশা করি ভালো আছেন । আপনাদের দোয়াই আমি ও ভালো আছি । আমি এই পর্যন্ত ব্লগিন নিয়ে ৩ টি পোস্ট করেছি । আমার
এর আগের পোস্টটি ছিল এক জন সফল ব্লগারের পাঁচটি গুণ নিয়ে । যারা দেখেন নি তারা দেখে নিন । আমি আজ কে আলোচনা করব আপনার ব্লগ তৈরির সব চেয়ে সেরা দুই টি সাইট এবং তাদের বর্ণনা দিব । এই ব্লগিন জগতে যদি আপনি এক জন সফল ব্লগার হতে না পারেন তাহলে ব্লগিন করে কোন লাভ নেই । তাই আপনার যদি ব্লগার হওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনি এক জন সফল ব্লগার হন । যদি আপনি এক বার ব্লগারের মজা পান তাহলে বুঝবেন কি মজা । আসলে ব্লগিন করার ভিতরে যে মজা তা আপনি এক জন সফল ব্লগার হওয়া ছাড়া বুঝবেন না । আপনি যদি এক জন সফল ব্লগার হন দেখবেন আপনি ব্লগিন করা ছাড়া আপনার কাছে ভালো লাগবে না । আপনার ব্লগের প্রান হল ভিজিটর । আর ভিজিটর আনার আপনার জন্য আপনার ব্লগ টি হতে হবে সুন্দর । আর আপনার ব্লগটি সুন্দর করার জন্য দরকার পোস্ট ও ডিজাইন । পোস্ট দিবেন আপনার নিজের থেকে । আর ব্লগটি আরো সুন্দর করার জন্য দরকার ডিজাইন । তাই আপনাকে ভাবতে হবে কোন ওয়েবসাইট থেকে ব্লগ তৈরি করে আপনার ব্লগটি সহজ ভাবে ডিজাইন করা যায় । তাই আমি আপনাদের জন্য দুই টি ব্লগ তৈরি করার সেরা সাইট নিয়েঃ
১। ব্লগস্পটঃ
ব্লগস্পট এই বিশ্বে ফ্রী ব্লগ তৈরি করার জন্য সেরা ওয়েবসাইট । এখান থেকে আপনি নিজের জন্য একটি ফ্রী ব্লগ বানাতে পারেন । যারা ব্লগ বানাতে কোন টাকা খরচ করতে চান না তাদের জন্য ব্লগস্পট সেরা । আমি বলব নতুনদের জন্য ব্লগস্পট সেরা । এখানে ফ্রী ভালো ভালো templete থাকে যা ব্লগস্পটের নিজের । এখানে ফ্রী ব্লগ তৈরি করার কারনে আমি এটাকে বিশ্বের সেরা ব্লগ তৈরি করার ওয়েব সাইট মনে করি । তাছাড়া এটি Google এর নিজের ব্লগ তৈরি করার ওয়েবসাইট । যেহেতু Google এই বিশ্বের সেরা সাইট তাই আমি ব্লগস্পট কে বিশ্বের সেরা ব্লগ তৈরি করার সাইট মনে করি । আর আপনি কোন কিছু Google এ সার্চ করলে Google ব্লগস্পটের রেজাল্ট আগে দিবে । আবার Alexa rank এ ব্লগস্পট অন্য সব ব্লগ তৈরি করার ওয়েবসাইট থেকে অনেক আগে । তাই আমি ব্লগস্পট কে বিশ্বের সেরা ব্লগ তৈরি করার সেরা ওয়েবসাইট মনে করি । Alexa তে ব্লগস্পটের rank সারা বিশ্বে ৯ এ । এসব কিছু মিলিয়ে আমি ব্লগস্পট কে বিশ্বের ব্লগ তৈরি করার সেরা ওয়েবসাইট মনে করি শুধু আমি নই Alexa ও তাই মনে করে ।
২। ওয়ার্ডপ্রেসঃ
ব্লগস্পটের পাশাপাশি রয়েছে ওয়ার্ডপ্রেস । এটি আপনার নিজের একটি ব্লগ তৈরি করার সেরা সাইট । আমি মনে করি যারা শুরু তেই টাকা খরচ করতে চান তাদের জন্য ওয়ার্ডপ্রেস সেরা । ওয়ার্ডপ্রেস ব্লগের ডিজাইন করার জন্য তেমন কিছু শিখতে হয় না । ইন্টারনেট চালানোর সাধারণ ধরনা থাকতেই চলে । এখানে ব্লগ ডিজাইন করা অনেক সোজা । এখানে আপনি একটি সুন্দর ব্লগ তৈরি করতে পারবেন । বর্তমানে এটি বিশ্বের ২১ তম সেরা সাইট । আমি মনে করি এটি বিশ্বের ব্লগ তৈরির ২ তম সাইট । আপনি এখানে প্রথমে এমনি একটি ব্লগ তৈরি করতে পারবেন পড়ে একটি ডোমেইন কিনতে পারবেন । এখানে আপনি কিছু ফ্রী tamplate পাবেন কিন্তু সব গুলো নয় । আবার এখান থেকে আপনি tamplate কিনতে পারবেন । এই খানে একটি store আছে সেখান থেকে আপনি আপনার ব্লগে জন্য সব কিছু কিনতে পারবেন । বর্তমানে Alexa তে ওয়ার্ডপ্রেসের সারা বিশ্বের rank ২১ এ ।
এসব কিছু মিলিয়ে দেখলে দেখা যায় ব্লগস্পট বিশ্বের এক নাম্বার ব্লগ তৈরির ওয়েব সাইট । তবে ব্লগস্পটের একটি সমস্যা এখানে লিখক যুক্ত করা একটু কঠিন । আবার ওয়ার্ডপ্রেসের ও একটি সমস্যা আছে সেটি হল এখানে এক দম আস্তে কাজ করে । আমার খুব বিরক্ত লাগে । তাই আমি নতুনদের বলব আপনি ব্লগস্পটে ব্লগ তৈরি করুন । এটি আপনার খুব দরকার হবে । তাছাড়া এখান থেকে আপনি ফ্রী ব্লগ তৈরি করে আয় ও করতে পারেন ।
আজ এই পর্যন্ত থাক আগামী পর্বে আরো আলোচনা করব । যদি কোন সমস্যা হল তাহলে কমেন্ট করুন । আর যদি ভালো লাগে তাহলেও কমেন্ট করুন ।
দয়া করে কেউ এই ব্লগের কিছু চুরি করবেন না ।
এসব কিছু মিলিয়ে দেখলে দেখা যায় ব্লগস্পট বিশ্বের এক নাম্বার ব্লগ তৈরির ওয়েব সাইট । তবে ব্লগস্পটের একটি সমস্যা এখানে লিখক যুক্ত করা একটু কঠিন । আবার ওয়ার্ডপ্রেসের ও একটি সমস্যা আছে সেটি হল এখানে এক দম আস্তে কাজ করে । আমার খুব বিরক্ত লাগে । তাই আমি নতুনদের বলব আপনি ব্লগস্পটে ব্লগ তৈরি করুন । এটি আপনার খুব দরকার হবে । তাছাড়া এখান থেকে আপনি ফ্রী ব্লগ তৈরি করে আয় ও করতে পারেন ।
আজ এই পর্যন্ত থাক আগামী পর্বে আরো আলোচনা করব । যদি কোন সমস্যা হল তাহলে কমেন্ট করুন । আর যদি ভালো লাগে তাহলেও কমেন্ট করুন ।
দয়া করে কেউ এই ব্লগের কিছু চুরি করবেন না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন