বিস্-মিল্লাহির রাহমানির রাহীম । প্রথমে
সবাই কে সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ! সালামটা গ্রহণ করবেন । এখন কার সময়ে যারা ইন্টারনেট ব্যবহার করে তাদের মধ্যে প্রায় শতকরা ৯০% এর ব্লগ বা ওয়েবসাইট আছে । আপনাদের মধ্যে যাদের ওয়েবসাইট / ব্লগ এ
ফেসবুক লাইক বক্স নেই তাদের জন্য এই পোস্ট । যেই সময় আমার ব্লগ এ লাইক বক্স ছিল না সেই সময় আমি খুব চেষ্টা করে ছিলাম আমার ব্লগে একটি লাইক বক্স যোগ করার জন্য । ফেসবুকে আমার ব্লগ এর নামে একটি পেজ ও তৈরি করে ছিলাম । কিন্তু আমার ব্লগে যোগ করতে পাড় ছিলাম না । একদিন আমার বড় ভাইয়া কে জিজ্ঞাসা করে ছিলাম কিন্তু ভাইয়া আমাকে পাত্তাই দিল না । কারণ আমার বয়স ১২ বছর ভাইয়া মনে করত আমি এত অল্প বয়সে কি এমন পোস্ট দিব যে ভিজিটর আসবে আর আমার লাইক বক্স লাগবে । আমি কি আর কম জেদি আমি আসলে যেই কাজটি ধরি সেটি শেষ করা ছাড়া ছাড়ি না । আমার ইচ্ছা ছিল আমার ব্লগে একটি লাইক বক্স যোগ করব এবং সফল ও হয়েছি । আপনারা হয়ত জানেন ইচ্ছা থাকলে উপাই হয় । তাই আমি সফল হয়েছি । মোট কথা আমি নিজে চেষ্টা করেছি তাই সফল হয়েছি । দয়া করবেন আজকে একটু বেশি কথা বলে ফেলেছি আসুন কাজে আসি ।
ফেসবুক লাইক বক্স নেই তাদের জন্য এই পোস্ট । যেই সময় আমার ব্লগ এ লাইক বক্স ছিল না সেই সময় আমি খুব চেষ্টা করে ছিলাম আমার ব্লগে একটি লাইক বক্স যোগ করার জন্য । ফেসবুকে আমার ব্লগ এর নামে একটি পেজ ও তৈরি করে ছিলাম । কিন্তু আমার ব্লগে যোগ করতে পাড় ছিলাম না । একদিন আমার বড় ভাইয়া কে জিজ্ঞাসা করে ছিলাম কিন্তু ভাইয়া আমাকে পাত্তাই দিল না । কারণ আমার বয়স ১২ বছর ভাইয়া মনে করত আমি এত অল্প বয়সে কি এমন পোস্ট দিব যে ভিজিটর আসবে আর আমার লাইক বক্স লাগবে । আমি কি আর কম জেদি আমি আসলে যেই কাজটি ধরি সেটি শেষ করা ছাড়া ছাড়ি না । আমার ইচ্ছা ছিল আমার ব্লগে একটি লাইক বক্স যোগ করব এবং সফল ও হয়েছি । আপনারা হয়ত জানেন ইচ্ছা থাকলে উপাই হয় । তাই আমি সফল হয়েছি । মোট কথা আমি নিজে চেষ্টা করেছি তাই সফল হয়েছি । দয়া করবেন আজকে একটু বেশি কথা বলে ফেলেছি আসুন কাজে আসি ।
১। প্রথমে ফেসবুক অ্যাকাউন্টে একটি পেজ তৈরি করুন ।
২। আপনার ব্লগার ড্যাশবোর্ড এ যান ।
৩। ড্যাশবোর্ড থেকে লেআউট এ যান ।
৪। লেআউট থেকে ' একটি গ্যাজেট যোগ করুন এ ক্লিক করুন এবং " HTML/JavaScript গ্যাজেট টি যোগ করুন ।
৫। এর পর লিখিত সামগ্রী তে নিচে দেওয়া কোড টি এখান থেকে কপি করে সেখানে paste করুন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন