বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৩

ব্লগিন আয়ের এক নতুন সূচনা ( টপ টিউন )


বিস্-মিল্লাহির রাহমানির রাহীম । প্রথমে সবাই কে সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ! সালামটা গ্রহণ করবেন । আপনারা সবাই কেমন আছেন । আশা করি ভালো আছেন । আপনাদের দোয়াই আমিও ভালো আছি । ব্লগিন এখন বিশ্বের মানুষের আয়ের পথ হিসেবে দাঁড়িয়েছে ।
মানুষ এখন  ফ্রিল্যান্সিং এর পাশাপাশি ব্লগিন করে । ব্লগিন যেভাবে মানুষের আয়ের পথ হিসেবে দাঁড়িয়েছে আবার ব্লগিন অনেক সন্মানি পথ । ব্লগারদের সাংবাদিক দের সাথে তুলনা করা হয় । এখন আমাদের মাঝে প্রশ্নঃ ১। কাদের কে ব্লগার বলা হয় ? ২। ব্লগিন কি ?

১। যাদের ব্লগার বলা হয়ঃ আসলে ব্লগার হল যার একটি ব্লগ আছে তাদের ব্লগার বলে । এবং এক জন ব্লগার তার ব্লগে নিয়মিত পোস্ট দেয় । যেমন - আমি এক জন ব্লগার আমার একটি ব্লগ আছে এবং আমি আমার ব্লগে নিয়মিত পোস্ট দিয় ।

২। ব্লগিন হলঃ এক জন ব্লগার যখন তার ব্লগে পোস্ট দেয় , ডিজাইন করে ইত্যাদি করে । আপনি যদি একটি ব্লগ পরিচালনা করেন তাকে ব্লগিন বলে । যেমন - আমি ব্লগিন করি । কারণ আমার একটি ব্লগ আছে এবং আমি তা পরিচালনা করি ।

বর্তমানে আপনার একটি ব্লগ আছে কিন্তু আপনি তাতে পোস্ট দেন না । তাহলে আপনাকে ব্লগার বলে না । আপনার ব্লগ আছে পোস্ট ও দেন । কিন্তু আপনি ভালো পোস্ট দেন না তাহলে আপনি এক জন সফল ব্লগার না । আপনি যখনি সফল ব্লগার হবেন তখন আপনার ব্লগে ভিজিটরের অভাব হবে না । এবং আপনি আপনার ব্লগে আয় করতে পারবেন । আবার আপনার ব্লগ আছে আপনি ভালো পোস্ট ও দেন কিন্তু আপনার ব্লগে ডিজাইন করা নাই এতে আপনার কোন লাভ হবে না । এবং আপনি এক জন সফল ব্লগার না । আপনি এক জন সফল ব্লগার হতে হলে আপনাকে ভালো পোস্ট দিতে হবে , আপনার ব্লগ কে সাজিয়ে তুল তে হবে । তাহলেই আপনি এক জন সফল ব্লগার । 

আপনি হয়ত জানেন সারা বিশ্বে ব্লগিন একটি সুভিধা জনক চাকুরি হয়ে গেছে । আপনাদের মধ্যে কেউ আছে কিছু টাকা বাজেট করে ব্লগিন এ নামে আর কিছু জন আছেন ফ্রী ব্লগ নিয়ে মাঠে নামে । আমি বলি আপনার যদি ইচ্ছা থাকে আপনি প্রথমেই একটি Domain ও Host কিনে নিবেন তাহলে আপনি কিনে নিতে পারেন । আর যাদের Domain ও Host কিনার টাকা নেই তাদের জন্য ও সুভিধা কম নয় । তাই আমি বলি আপনি Domain ও Host কিনেন আর নাহি কিনেন ভিজিটর আসবে আপনার পোস্টের উপর । আপনি যদি ভালো ভালো পোস্ট দেন ভিজিটর এমনিতেই আসবে । ভিজিটর আপনার Domain ও Host এর দিখে দেখবে না । তারা দেখবে আপনার পোস্টের দিখে । তাই আপনি যদি এক জন সফল ব্লগার হতে চান তাহলে ভালো পোস্টের বিকল্প নেই । আজকে এই পর্যন্ত থাক আগামী পর্বে আরো আলোচনা করব । ধন্যবাদ সবাইকে । যদি কোন সমস্যা হয় তাহলে কমেন্ট করুন । আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করুন ।
দয়া করে এই ওয়েব সাইটের কিছু চুরি করবেন না ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন