বিস্-মিল্লাহির রাহমানির রাহীম । প্রথমে সবাই কে সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ! সালামটা গ্রহণ করবেন । আপনারা সবাই কেমন আছেন । আশা করি ভালো আছেন । আপনাদের দোয়াই আমিও ভালো আছি । আপনাদের সবাই কে জানাই নববর্ষের শুভেচ্ছা । আমি এর
আগে ব্লগিন বিষয়ে চারটি পোস্ট দিয়েছি । আজকের টি সহ পাঁচটি । আপনারা যারা দেখেন নি তারা দেখে নিন ।
১। ব্লগিন আয়ের এক নতুন সূচনা ( টপ টিউন )
২। ব্লগিন আয়ের এক নতুন সূচনা । পর্ব ১ ( টপ টিউন )
৩। ব্লগিন আয়ের এক নতুন সূচনা । পর্ব ২ ( টপ টিউন )
৪। ব্লগিন আয়ের এক নতুন সূচনা । পর্ব ৩ ( টপ টিউন )
আমি গত পর্বে দেখেয়ে দিয়েছি কীভাবে ব্লগস্পট ব্লগ তৈরি করতে হয় তা । আমি আজকে দেখিয়ে দেব কীভাবে ওয়ার্ডপ্রেস এ ব্লগ তৈরি করবেন । আমি আগেই বলেছি যারা নিজের জন্য ব্লগ তৈরি করতে চান তেদের জন্য ওয়ার্ডপ্রেস সেরা । ওয়ার্ডপ্রেস এ আপনি বিভিন্ন ভালো ভালো সুযোগ সুভিধা পাবেন । এটি বর্তমানে alexa rank এ সারা বিশ্বে সব সাইটের মধ্যে ২১ তম । আসুন এবার কাজে নেমে যাই । নিচের লিখা গুলো লক্ষ করুনঃ
১। প্রথমে http://wordpress.com/ এই লিঙ্ক এ যান । এবার দেখুন নিচের চিত্র টির মতো একটি চিত্র এসেছে । নিচের চিত্র টি লক্ষ করুনঃ
২। এবার '' Get Sterted '' এ ক্লিক করুন । তার পর এই চিত্র টি লক্ষ করুনঃ
৩। এখানে E-mail Address এ আপনার email id দিন ।
৪। এর পর Username এ আপনার ওয়ার্ডপ্রেস এ যে username দিবেন তা দিন ।
৫। তার পর password এ আপনি ওয়ার্ডপ্রেস এ যে গোপন নাম্বার টি দিবেন তা দিন । এটা ভুলা যাবে না করণ এটা দিয়ে আপনি আপনার ওয়ার্ডপ্রেস এ লগ ইন করতে হবে ।
৬। Blog Address এ আপনি আপনার যে ব্লগ তৈরি করবেন তার নাম দিন । এবার নিচের চিত্র টি লক্ষ করুনঃ
৭। এবার Create Blog এ ক্লিক করুন ।
ব্যাস আপনার তৈরি হয়ে গেল একটি ওয়ার্ডপ্রেস ব্লগ । এবার এটাকে ডিজাইন করবেন ।
আজকে এই পর্যন্ত থাক আগামী পর্বে আরো আলোচনা করব । ধন্যবাদ সবাইকে । যদি ভালো লাগে কমেন্ট করুন । আর যদি কোন সমস্যা হয় তাহলেও কমেন্ট করুন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন