শনিবার, ১৩ এপ্রিল, ২০১৩

ব্লগিন আয়ের এক নতুন সূচনা । পর্ব ৩ ( টপ টিউন )


বিস্-মিল্লাহির রাহমানির রাহীম । প্রথমে সবাই কে সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ! সালামটা গ্রহণ করবেন । আপনারা সবাই কেমন আছেন । আশা করি ভালো আছেন । আপনাদের দোয়াই আমিও ভালো আছি । আমি গত পর্বে লিখেছি ব্লগ তৈরি করার সেরা দুই টি সাইট

নিয়ে । যারা দেখেন নি তারা দেখে নিন । ব্লগিন আয়ের এক নতুন সূচনা । পর্ব ২ ( টপ টিউন ) । আমি আজ কে আলোচনা করব ব্লগস্পটে কীভাবে ব্লগ তৈরি করবেন তা নিয়ে । এই পোস্ট নতুন দের জন্য এবং যারা ফ্রী ব্লগ তৈরি করতে চান তেদের জন্য । এটা দিয়ে আপনি একটি ফ্রী ব্লগ তৈরি করতে পারবেন । এবং এটা বিশ্বের ১ নাম্বার ব্লগ তৈরির ওয়েবসাইট । এটা দিয়ে আপনি আপনার জন্য ফ্রী নিজের একটি ব্লগ তৈরি করতে পারবেন । চলুন এটা দিয়ে আমরা একটি ফ্রী ব্লগ তৈরি করে পালি । নিচের লিখা গুলো লক্ষ করুনঃ
১। প্রথমে এই লিঙ্ক এ যান blogger.com
২। তার পর আপনার যদি E mail id থাকে তাহলে তা দিন এবং তার password দিয়ে লগ ইন করুণ । তার পড়ে দেখবেন এরকম একটি পৃষ্ঠা আসবে । নিচের চিত্র টি লক্ষ করুণঃ চিত্র টি না দেখলে  চিত্র টির উপর ক্লিক করুন ।


৩। এখানে ভাষা থেকে আপনি যে ভাষা টি ব্যবহার করবেন তা দিন ।
৪। তার পর ব্লগেরে অবিরত রাখুন এ ক্লিক করুণ । এবার নিচের চিত্র টি লক্ষ করুণঃ


৫। এখান থেকে '' নতুন ব্লগ '' এ ক্লিক করুণ । এখন নিচের চিত্র টি লক্ষ করুনঃ



৬। এখানে '' শিরোনাম'' এ দিবেন আপনার ব্লগের শিরোনাম ।
৭। এর পর ''ব্লগ ঠিকানা '' এ দিবেন আপনার ব্লগের ঠিকানা । আপনার ব্লগের প্রথমে আপনার ব্লগের ঠিকানার পর .blogspot.com বসবে । পরে যদি আপনি আপনার ব্লগের জন্য একটি ডোমেইন কিনেন তাহলে আপনার ইচ্ছা মতো দিতে পারবেন । যেমন - .com , net , co , ইত্যাদি ।
৮। সংরক্ষণ এ ক্লিক করুন ।  তৈরি হয়ে গেল একটি ব্লগ ।
আজ কে এই পর্যন্ত থাক । ধন্যবাদ সবাইকে । যদি ভালো লাগে তাহলে কমেন্ট করুন । যদি কোন সমস্যা হয় তাহলেও কমেন্ট করুন ।
দয়া করে এই কেউ ব্লগের কিছু চুরি করবেন না ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন