শনিবার, ২৭ এপ্রিল, ২০১৩

এইচটিএমএল টিউটোরিয়াল । HTML Tutorial পর্ব ১২

বিস্-মিল্লাহির রাহমানির রাহীম । প্রথমে সবাই কে সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ! সালামটা গ্রহণ করবেন । আপনারা সবাই কেমন আছেন । আশা করি ভালো আছেন ।
আপনাদের দোয়াই আমিও ভালো আছি । আমি এই পর্যন্ত এইচটিএমএল সম্পর্কে ১৩ টি পোস্ট

করছি । আমার গত পোস্ট টি ছিল এইচটিএমএল/HTML ইমেজস / Images  সম্পর্কে । যারা দেখেন নি তারা দেখে নিন । এইচটিএমএল টিউটোরিয়াল । HTML Tutorial পর্ব ১১
আমি আজ কে আলোচনা করব এইচটিএমএল / HTML টেবিলস / Tebles  নিয়ে । তাহলে শুরু করা যাক । 
এইচটিএমএল টেবিলসঃ
এইচটিএমএল টেবিল <table> এই ট্যাগ দ্বারা সংজ্ঞায়িত করা হয় ।একটি টেবিলের সারি (<tr> ট্যাগ) বিভক্ত করা হয়, এবং প্রতিটি সারির তথ্য কোষ (<td> ট্যাগ) 

বিভক্ত করা হয় । Td ", টেবিল তথ্য" জন্য দাঁড়িয়েছে এবং একটি তথ্য কোষ বিষয়বস্তু ঝুলিতে থাকে । একটি <td> ট্যাগ, লিঙ্ক, ছবি, তালিকা, ফরম, অন্যান্য সারণী, ইত্যাদি টেক্সট ধারণ করতে পারে ।
উদাহরণঃ
<table border="1">
<tr>
<td>row 1, cell 1</td>
<td>row 1, cell 2</td>
</tr>
<tr>
<td>row 2, cell 1</td>
<td>row 2, cell 2</td>
</tr>
</table>


উপরের কোড টি ব্রাউজার এ যেটি দেখাবেঃ



এইচটিএমএল টেবিল ও বর্ডার অ্যাট্রিবিউটঃ
আপনি একটি সীমানা বৈশিষ্ট্য উল্লেখ না করা হলে, টেবিল সীমানা ছাড়াই প্রদর্শিত হবে. কখনও কখনও এই দরকারী হতে পারে, কিন্তু অধিকাংশ সময় আমরা সীমানা দেখাতে চাই

সীমানা সঙ্গে একটি টেবিল প্রদর্শন করতে, সীমান্ত বৈশিষ্ট্য উল্লেখ করুন:
 
<table border="1">
<tr>
<td>Row 1, cell 1</td>
<td>Row 1, cell 2</td>
</tr>
</table>


এইচটিএমএল টেবিল হেডারঃ
একটি টেবিল হেডার তথ্য <th> এই  ট্যাগ দ্বারা সংজ্ঞায়িত করা হয়
সকল প্রধান ব্রাউজার সাহসী এবং কেন্দ্রিক হিসেবে <th> এলিমেন্ট টেক্সট প্রদর্শন করা হয়
উদাহরণঃ 
<table border="1">
<tr>
<th>Header 1</th>
<th>Header 2</th>
</tr>
<tr>
<td>row 1, cell 1</td>
<td>row 1, cell 2</td>
</tr>
<tr>
<td>row 2, cell 1</td>
<td>row 2, cell 2</td>
</tr>
</table>     
উপরের কোড টি ব্রাউজার এ যেটি দেখাবেঃ
  
এইচটিএমএল টেবিল ট্যাগঃ 
 

 আজ এই পর্যন্ত থাক আগামী দিন বিস্তারিত আলোচনা করব । ধন্যবাদ সবাই কে । যদি ভালো লাগে তাহলে কমেন্ট করুন । আর যদি কোন সমস্যা হয় তাহলেও কমেন্ট করুন । ভালো থাকুন সুস্থ থাকুন
 । 
দয়া করে কেউ এই ব্লগের কোনো কিছু চুরি করবেন না ।
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন