মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৩

ব্লগিন আয়ের এক নতুন সূচনা । পর্ব ৫ ( টপ টিউন )


বিস্-মিল্লাহির রাহমানির রাহীম । প্রথমে সবাই কে সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ! সালামটা গ্রহণ করবেন । আপনারা সবাই কেমন আছেন । আশা করি ভালো আছেন । আপনাদের দোয়াই আমিও ভালো আছি । আপনারা যারা নিয়মিত টেকটিউনসার ভিজিট করেন তাদের
জন্য আমি দুঃখিত আমি গত ৩০ ঘণ্টা কোন পোস্ট দিতে পারিনি কারণ হচ্ছে কারেন্ট ছিলনা । দয়া করে মন খারাপ করবেন না । আমি এ পর্যন্ত ব্লগিন বিষয়ে পাঁচটি পোস্ট দিয়েছি । যারা দেখেন নি তারা দিখে নিনঃ
১। ব্লগিন আয়ের এক নতুন সূচনা ( টপ টিউন )
২। ব্লগিন আয়ের এক নতুন সূচনা । পর্ব ১ ( টপ টিউন )
৩। ব্লগিন আয়ের এক নতুন সূচনা । পর্ব ২ ( টপ টিউন )
৪। ব্লগিন আয়ের এক নতুন সূচনা । পর্ব ৩ ( টপ টিউন )
৫। ব্লগিন আয়ের এক নতুন সূচনা । পর্ব ৪ ( টপ টিউন )
 । যাই হোক আজকের পোস্ট শুরু করি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ADS এর মাধ্যমে আয় নিয়ে । আজ কাল আমরা কোন ব্লগ অথবা ওয়েবসাইটে গেলে দেখি বিভিন্ন ADS দেওয়া থাকে । কিছু ADS হচ্ছে কোন প্রতিষ্ঠানের , কোন ওয়েবসাইটের , কোন জিনিসের ADS ইত্যাদি । আর এই সব ADS দিয়ে থাকে বিভিন্ন ADS এর ওয়েবসাইট যেমন - Google Adsence , Bidvertiser , Poishakori , Infolinks , Clicksor , AdBrite , Chitika ইত্যাদি সাইটের ADS দেখা যায় । এসব সাইটের ADS এ যদি আপনার ভিজিটর ক্লিক করে তাহলে আপনার আয় হবে । আর এসব ADS এ ক্লিক করতে আপনার চাই প্রচুর ভিজিটর । অরেক টি কথা আপনার ব্লগে অথবা ওয়েবসাইটে এমন পোস্ট দিবেন যাতে ভিজিটর কিছু ক্ষণ থাকে । কারণ যদি ভিজিটর আপনার ব্লগ অথবা ওয়েবসাইটে এসে চলে যায় তাহলে আপনার ব্লগ অথবা ওয়েবসাইটের ADS গুলো তে ভিজিটর ক্লিক করবে কীভাবে । তাই আপনি এমন ভাবে পোস্ট করবেন যেন ভিজিটরের মন গলে যায় এবং সে যেন আপনার ব্লগ অথবা ওয়েবসাইটে কিছু ক্ষণ থাকে । আর ADS গুলো এমন জায়গা দিবেন যেন ভিজিটরের চোখে পড়ে এবং ক্লিক করে । আপনি এটা ভেবেন না যে কোন ভিজিটর আপনার সাইটে আসবে আর ADS এ ক্লিক করবে । এরকম ভাবনা যাদের তারা কোন দিন ও আয় করতে পারবে না । আপনার ব্লগ অথবা ওয়েবসাইটে এমন কিছু থাকতে হবে যেটি দেখে ভিজিটর কিছু ক্ষণ থাকে । আর আপনি আপনার ব্লগ অথবা ওয়েবসাইটকে খুব সুন্দর করে সাজাতে হবে । যেন ভিজিটর দেখে ADS এ ক্লিক করার জন্য আগ্রহী হয়ে উঠে । আর আপনি কিছু শিখে ব্লগ অথবা ওয়েবসাইট তৈরি করেন এবং যে বিষয়ে লিখবেন সে বিষয়ে যেন আজীবন পোস্ট দিতে পারেন । এমন ভাবে ব্লগ অথবা ওয়েবসাইট তৈরি করবেন না যে কয়েক দিন পোস্ট দিয়ে আর পোস্ট দিতে পারবেন না । তাই আপনাকে ভেবে চিন্তে  ব্লগ ওয়েবসাইট তৈরি করতে হবে । আপনি ব্লগ অথবা ওয়েবসাইট তৈরি করার আগে ভাববেন ও পরিকল্পনা করবেন । আপনার ব্লগের প্রতিটি পোস্ট যেন হয় ইউনিক আর যদি ইউনিক না হয় তাহলে ভিজিটর যদি পোস্ট টি আগে কোন ব্লগ অথবা ওয়েবসাইটে দেখে তাহলে সে এসে চলে যাবে এবং ADS এ ক্লিক করবে না । এই ইন্টারনেট জগতে আপনি যে পোস্ট টি লিখছেন তা হয়ত আরো কয়েক হাজার জনে লিখেছে তাই তাদের থেকে আপনাকে এগিয়ে থাকতে হবে । পিছিয়ে পড়লে হবে না । কত জনে ভাবে ব্লগিন করে আয় করা একদম সোজা । কয়েক দিন আগে এক জন আমাকে ফেসবুকে ফ্রেন্ড করার জন্য আবেদন করে আমিও তাকে ফ্রেন্ড করি । তার পর দেখি সে আমার সাথে চ্যাট করতে বসে । সে আমাকে বলে সে নাকি ইন্টারনেটে আয় করতে চায় তার একটি ওয়েবসাইট লাগবে । আমি বললাম ভাই আপনার কি কম্পিউটার আছে । সে বলল নাই ।  এর পর আমি বলি তাহলে তো আপনি আয় করতে পারবেন না । সে বলে ভাই আপনি আমাকে একটি সাইট তৈরি করে দিন । তার পর আমি কিছু বলতে পারলাম না কারণ কারেন্ট ছিল না । এর পর আমি যখন ফেসবুকে এ যাই তখন সে বলে ভাই এবার বলেন সাইট তৈরি করতে কত নিবেন । আমি বলি আমি তো টাকা নিব না । সে বলল তাহলে একটি .tk সাইট তৈরি করে দিতে । আমি বললাম আমি তো ব্লগস্পটে সাইট তৈরি করতে পারি । সে বলল আপনি কি ব্লগস্পটের সাইট ব্যবহার করেন । আমি বললাম হ্যাঁ । তার পর তাকে একটি ব্লগস্পট সাইট তৈরি করে দিলাম । সে বলল ভাই আমি আয় করেতে চাই আপনি কি আমাকে কোন ADS বসিয়ে দিতে পারবেন । আমি বললাম আমার সাইট থেকে আপনি টিউটোরিয়াল গুলো দেখেন । সে বলল আমি তো নতুন আমি বুঝব না  আপনি করে দিন । আমি বললাম আপনি আপনার সাইটে পোস্ট দিন এবং ভিজিটর আনেন । সে বলল আচ্ছা । এর পর আমি বলি যদি আপনি প্রতিদিন ১৫০ ভিজিটর আনতে পারেন তাহলে আমাকে জানাবেন । আমি AD বসিয়ে দিব । সে বলল আচ্ছা । এখন পর্যন্ত একটা পোস্টও দেয় নাই । আমি তার সাখে আর যোগাযোগ ও করি না । এরকম লোক কখনো আয় করতে পারবে না । তার ভাবনা ছিল সে কাউকে দিয়ে একটি ওয়েবসাইট তৈরি করিয়ে দিবে এবং পোস্ট দিবে না । এবার কাউকে দিয়ে ADS বসিয়ে নিবে তার সাইটে । আর মানুষ এমনিতেই আসবে তার সাইটে এবং ADS এ ক্লিক করবে ও তার আয় হবে । এরকম ভাবনা যাদের তারা কখনো আয় করতে পারবে না । তাদের বলি তোমরা শুধু শুধু ইন্টারনেট এসে টাকা খরচ করো না । যারা এরকম তাদের পক্ষে কখনো আয় করা সম্ভব না । এ কথা গুলো তে কেউ মন খারাপ করবেন না কারণ এগুলাই সত্য ।
আজ এই পর্যন্ত থাক অন্য দিন বিস্তারিত আলোচনা করব । ধন্যবাদ সবাই কে । যদি ভালো লাগে তাহলে কমেন্ট করুন । আর যদি কোন সমস্যা হয় তাহলে ও কমেন্ট করুন ।
দয়া করে কেউ এই ব্লগের কোন কিছু চুরি করবে না । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন