বৃহস্পতিবার, ২ মে, ২০১৩

এইচটিএমএল টিউটোরিয়াল । HTML Tutorial পর্ব ১৭

বিস্-মিল্লাহির রাহমানির রাহীম । প্রথমে সবাই কে সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ! সালামটা গ্রহণ করবেন । আপনারা সবাই কেমন আছেন । আশা করি ভালো আছেন ।
আপনাদের দোয়াই আমিও ভালো আছি । আমি এই পর্যন্ত এইচটিএমএল সম্পর্কে ১৮ টি পোস্ট



করছি । আমার গত পোস্ট টি ছিল এইচটিএমএল/HTML ফর্মস / Forms নিয়ে  সম্পর্কে । যারা দেখেন নি তারা দেখে নিন । এইচটিএমএল টিউটোরিয়াল । HTML Tutorial পর্ব ১৬
আমি আজ কে আলোচনা করব এইচটিএমএল / HTML আইফ্রেমস / Iframes নিয়ে । তাহলে শুরু করা যাক ।


একটি iframe যোগ করার জন্য বাক্য গঠন:
<iframe src="URL"></iframe> 
Url পয়েন্ট টি স্থাপিত হয় পৃথক পৃষ্ঠায় ।

Iframe উচ্চতা এবং প্রস্থ ঠিক রাখাঃ
উচ্চতা এবং প্রস্থ অ্যাট্রিবিউট ব্যবহার হয়  iframe উচ্চতা এবং প্রস্থ এ । অ্যাট্রিবিউট এর মান ডিফল্টরূপে পিক্সেলে উল্লিখিত হয়, কিন্তু তারা শতকরা ("80%" এর মত) হতে পারে । 
উদাহরণঃ
<iframe src="demo_iframe.htm" width="200" height="200"></iframe>

Iframe - বর্ডার সরানো 
Frameborder অ্যাট্রিবিউট iframe কাছাকাছি একটি বর্ডার প্রদর্শন কিনা বা না নির্ধারণ করা হয় ।
বর্ডার মুছে ফেলার জন্য বৈশিষ্ট্য মান ''0'' সেট করুন:
<iframe src="demo_iframe.htm" frameborder="0"></iframe>

একটি লিংক জন্য একটি টার্গেট হিসাবে Iframe ব্যবহার করুন:
একটি iframe একটি লিঙ্ক জন্য টার্গেট ফ্রেম হিসেবে ব্যবহার করা যাবে একটি লিংক টার্গেট অ্যাট্রিবিউট iframe নাম এর জন্য অ্যাট্রিবিউট পড়ুন আবশ্যক:

<iframe src="demo_iframe.htm" name="iframe_a"></iframe>
<p><a href="http://www.w3schools.com" target="iframe_a">W3Schools.com</a></p>


এইচটিএমএল আইফ্রেম ট্যাগসঃ

 

আজ এই পর্যন্ত থাক আগামী দিন বিস্তারিত আলোচনা করব । ধন্যবাদ সবাই কে । যদি ভালো লাগে তাহলে কমেন্ট করুন । আর যদি কোন সমস্যা হয় তাহলেও কমেন্ট করুন । ভালো থাকুন সুস্থ থাকুন
 । 
দয়া করে কেউ এই ব্লগের কোনো কিছু চুরি করবেন না । 

1 টি মন্তব্য: