শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৩

আপনার ওয়েবসাইটের ভিজিটর বাড়ানোর জন্য পোস্ট টা দেখুন

বিস্-মিল্লাহির রাহমানির রাহীম । প্রথমে সবাই কে সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ! সালামটা গ্রহণ করবেন । আপনারা হয়ত জানেন এখন কার সময়ে ব্লগিন মানুষের আয়ের পথ হিসেবে দাঁড়িয়েছে । আর এই ব্লগিনের প্রাণ হচ্ছে ভিজিটর । আপনার ব্লগ আছে কিন্তু ভিজিটর নেই এমন ব্লগ দিয়ে কোন লাভ নেই । তাই আপনার ওয়েবসাইটে ভিজিটর আনতে আপনাকে কিছু জানতে হবে । প্রথমে আপনি যে বিষয়ে ভালো জানেন সে বিষয় নিয়ে একটি ব্লগ তৈরি
করুণ । আর সে বিষয়ে লিখা লেখি শুরু করুণ । আপনার ব্লগে এক জন যখন আসে সে কিছু শিখতে আসে । আর আপনি যদি শিখার কিছু না লিখেন তাহলে সে কেন আসবে । এক জন ভিজিটর যদি আপনার ব্লগে আসে সে যদি কিছু শিখতে পারে তাহলে সে সবসময় আপনার ব্লগে আসবে কারণ সে ভাববে আপনি হয়ত আরও শিখার পোস্ট লিখেছেন । আর যদি আপনি কিছু শিখার পোস্ট না লিখেন তাহলে সে এক বার আসে আর আসবে না কারণ সে ভাববে আপনি সবসময় আজে বাজে পোস্ট লিখেন । আপনার ওয়েব সাইটে ভিজিটর আনার জন্য কিছু টিপসঃ
পোস্ট টির সব টুকু ভাল ভাবে মনো যোগ দিয়ে পড়ুন সুফল পাবেন
১। প্রথমে আপনার ওয়েবসাইট টি হতে হবে ইউনিক এবং আপনার সাইট টির সব পোস্ট হতে হবে ইউনিক । আপনি যেই লিখা টি লিখেছেন সেটি যদি ভিজিটর অন্য কোন ওয়েবসাইটে পেয়ে থাকে তাহলে সে বিরক্ত হয়ে চলে যাবে এবং সে আপনার ওয়েবসাইটে আর আসবে না । তাই আপনার প্রতি টি লিখা যেন ইউনিক হয় ।
২। এক জন ভিজিটর যখন কিছু সার্চ করে তখন  শিরোনাম প্রথমে আসে । তাই আপনার শিরোনামটি খুব ভালো ভাবে লিখুন । আপনি যা লিখছেন তা হয়ত অন্য কেউ লিখছে তাই আপনি তার চেয়ে  শিরোনাম দিয়ে এগিয়ে থকতে হবে ।
৩। আপনার লিখা টি ৩০০-৫০০ শব্দের হতে হবে । আর যদি ৩০০-৫০০ শব্দের না হয় তাহলে ভিজিটর আসে চলে যেতে পারে এবং কি সে আর নাও আসতে পারে । তাই ৩০০-৫০০ শব্দের পোস্ট লিখুন ।
৪। আপনার ওয়েবসাইট টিতে একটু ডিজাইন করুণ । তাহলে ভিজিটর ভাববে আপনার ওয়েবসাইট টি অনেক উন্নত ।
৫। আপনার ওয়েবসাইট টিতে প্রতি দিন ১-২ পোস্ট দেওয়ার চেষ্টা করবেন । আপনার ওয়েবসাইটে ভিজিটর আনতে আপনাকে কষ্ট করতে হবেই । আপনি যেই পোস্ট দিবেন সেটি যেন ভালো মানের হয় ও কিছু শিখার হয় ।
৬। আপনার ওয়েব সাইট টির নামে ফেসবুকে একটি পেজ তৈরি করুণ । এবং পেজটি আপনার ওয়েবসাইটে লাইক বক্স হিসেবে প্রবেশ করান ।
৭। আপনার ওয়েবসাইট টিতে ভালো ভালো লেখক যুক্ত করুণ । এবং আপনার ওয়েবসাইটে লিখকদের আমন্রন জানান ।
৮। আপনার ওয়েবসাইট টিতে ভালো মানের কিছু গ্যাজেট রাখুন । যেমনঃ পপুলার পোস্ট , সার্চ বক্স , লাইক বক্স , লেবেল , লিখকের নাম , নিউজরীল ইত্যাদি ।
৯। আপনার ওয়েবসাইট টির টেম্পলেট এর সাহায্যে সাজান ।
আজ এই পর্যন্ত থাক । ধন্যবাদ সবাইকে যদি ভালো লাগে তাহলে শেয়ার ও কমেন্ট করুণ ।
আপনি নিজে শিখুন অপরকে শিখান শেয়ার করে ।
দয়া করে কেউ এই পোস্ট টা কপি করবেন না

1 টি মন্তব্য: