রবিবার, ৩ মার্চ, ২০১৩

এইচটিএমএল টিউটোরিয়াল । HTML Tutorial পর্ব ২

বিস্-মিল্লাহির রাহমানির রাহীম । প্রথমে সবাই কে সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ! সালামটা গ্রহণ করবেন । আপনারা সবাই কেমন আছেন । আশা করি ভালো আছেন । আপনাদের দোয়াই আমিও ভালো আছি । আমি এই পর্যন্ত এইচটিএমএল সম্পর্কে ৩ টি পোস্ট
দিয়েছি । আমার গত পোস্ট টি ছিল এইচটিএমএল এডিটরস সম্পর্কে । যারা দেখেন নি তারা দেখে নিন । এইচটিএমএল টিউটোরিয়াল । HTML Tutorial পর্ব ১ । আমি আজ কে আলোচনা করব এইচটিএমএল / HTML বেসিক / Basic নিয়ে । তাহলে শুরু করা যাক ।
এইচটিএমএল/HTML হেডিংস / Headings:
 এইচটিএমএল হেডিংস / Headings  <h1> থেকে <h6> পর্যন্ত ৬ টি ট্যাগস আছে ।
উদাহরণঃ
<h1>This is a Heading</h1> 
<h2>This is a Heading</h2>
<h3>This is a Heading</h3>
<h4>This is a Heading</h4>
<h5>This is a Heading</h5> 
<h6>This is a Heading</h6>
এইচটিএমএল / HTML প্যারাগ্রাফ / Paragraph:
এইচটিএমএল প্যারাগ্রাফের শুরু করার ট্যাগ হল <p> এবং শেষ করার ট্যাগ হল </p> ।
উদাহরণঃ 
<p>This is a paragraph.</p>
<p>This is another paragraph.</p>
এইচটিএমএল / HTML লিঙ্কস/ Links: 
এইচটিএমএল লিঙ্কসের শুরু করার ট্যাগ হল <a> এবং শেষ করার ট্যাগ হল </a>
উদাহরণঃ
<a href="http://www.techtuneser.blogspot.com">This is a link</a>
এইচটিএমএল / HTML ইমেজ / Images:
এটা শুরু করতে হয় <img> ট্যাগ দিয়ে ।
উদাহরণঃ
<img src="techtuneser.blogspot.com.jpg" width="104" height="142">
যত গুলো  উদাহরণ দিয়েছি সব নিজে চেষ্টা করুন । 
আজ এই পর্যন্ত থাক আগামী দিন বিস্তারিত আলোচনা করব । ধন্যবাদ সবাই কে । যদি ভালো লাগে তাহলে কমেন্ট করুন । যদি কোন সমস্যা হয় তাহলেও কমেন্ট করুন । ভালো থাকুন সুস্থ থাকুন ।
দয়া করে কেউ এই ব্লগের কোন কিছু চুরি করবেন না ।   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন