শনিবার, ৯ মার্চ, ২০১৩

তৈরি করে নিন একটি Google ADSence অ্যাকাউন্ট

প্রথমে সবাইকে সালাম জানাই । আমার সব visitor ভাইয়েরা ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন . আপনাদের দোয়াই আমি ভালো আছি । আজকে আপনাদের দেখাব কীভাবে Google Adsence এ একটি সহজ ভাবে অ্যাকাউন্ট তৈরি করা যায় । এই পৃথিবীতে অন-লাইনে আয় করার সব চেয়ে ভালো ও সেরা ওয়েব সাইট হল Google Adsence . এতে আপনার ব্লগ সাইটে Adsence
এর ad এ দিবে এবং এতে মানুষ ক্লিক করলেই আপনার Adsence অ্যাকাউন্ট এ টাকা জমা হয়ে যাবে । আর এতে টাকা পাওয়ার 100% সুযোগ থাকে । এটি টাকা পাওয়ার আনেক বিশ্বত সাইট । এর জন্য আপনার অবশ্যই একটি ইংরেজি ব্লগ সাইট লাগবে এবং আপনার ব্লগ সাইটে কমপক্ষে 20 টি ইংরেজি পোস্ট লাগবে । এই খানে অ্যাকাউন্ট তৈরি করতে কমপক্ষে আপনার বয়স 18 বছর হতে হবে এবং আপনার ভোটার ID লাগবে । আপনার যদি এই সব কিছু থাকে তাহলে নিচের ধাপ গুলো অনুসরণ করে একটি Google Adsence অ্যাকাউন্ট তৈরি করে পেলুনঃ
1. প্রথমে আপনার ব্লগার এ যান এবং log in করুন । এর পর ব্লগার ড্যাশবোর্ড আসবে ।
2. তারপর ড্যাশবোর্ড থেকে Earnings tab এ ক্লিক করুন ।
3. এরপর Earnings tab থেকে Get Started এ ক্লিক করুন ।
4. তার পর Create account ক্লিক করুন ।
5. এর পর দেখবেন একটি পেজ এসেছে এর মধ্যে আছে Select an account tape : আছে এখানে ক্লিক করুন ।
6. এর পর Individual select করুন ।
7. তারপর Select an country or territory এ ক্লিক ক্লিক করুন । এরপর আপনার দেশ select করুন ।
8. এরপর Payee name : এ আপনার full name দিন ।
9. তার পর Street address এ আপনার ঠিকানা দিন । আপনি যেই খানে বাস করেন সেই জায়গার ঠিকানা । আপনি যেই ঠিকানা দিবেন সেই ঠিকানায় একটি চিঠি আসবে এই চিঠি পাঠাবে google adsence । তাই আপনি আপনার সঠিক ঠিকানা দিবেন । এটি করা হয়েছে এক জন লোক যেন দুইটি অ্যাকাউন্ট খোলতে না পারে ।
10. এর পর City/Town এ আপনার সঠিক শহর এর নাম দিন ।
11. তার পর Zip এ আপনার দেশের বা শহরের zip code দিন ।
12. এর পর Phone এ আপনার phone number দিন । আপনার সঠিক phone number দিন ।
13. তার পর নিচে আপনার যেই জিনিস গুলো আপনার দরকার সেই গুলো তে ঠিক চিহ্ন দিন ।
14. এর পর Submit Information এ ক্লিক করুন ।
দেখবেন একটি পেজ এসেছে এখানে যেই দিতে বলবে সেই Information গুলো দিবেন । তার পর যদি আপনার অ্যাকাউন্ট এ কোন সমস্যা না থাকে তাহলে এক সপ্তাহর মধ্যে আপনার G mail অ্যাকাউন্ট এ একটি মেইন পাঠাবে । আর সেই মেইল টি দিয়ে আপনার অ্যাকাউন্ট Confirm করতে হবে । আর যদি Google Adsence মনে করে আপনার অ্যাকাউন্ট টি দুর্বল তাহলে আপনার G mail অ্যাকাউন্ট এ disapproved নামে একটি মেইল পাঠাবে তাঁরা । আপনি যেই ঠিকানা দিবেন সেই টি যেন সঠিক হয় । কারণ Google Adsence আপনার ঠিকানার মাধ্যমে আপনাকে টাকা পাঠাবে এবং আপনার সাথে Google Adsence এই ঠিকানা ই যোগা যোগ করবে । তাই আপনি আপনার ঠিকানা ভালো ভাবে জেনে শুনে দিন । আর যদি আপনি ভুল ঠিকানা দেন তাহলে আপনার আয় করা টাকা আপনি উঠাতে পারবেন না । আপনি যেই Information গুলো দিয়েছেন সেই গুলো ভালো ভাবে পড়ে নিন যেন ভুল না হয় । সবাই কে ধন্যবাদ । আজকে এই পর্যন্ত থাক । আগামী পর্বে বিস্তারিত লিখব । আগামী পর্ব দেখার জন্য আহবান জানাচ্ছি । আর যদি কোন সমস্যা হয় বা কোন পোস্ট আপনার খুব দরকার তাহলে নিচে কমেন্ট করবেন । আমি সমাধান দেওয়ার চেষ্টা করব ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন