সোমবার, ১১ মার্চ, ২০১৩

Bidvertiser এ Ad publishers করার নিয়ম

আসসালামুয়ালাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন । আপনাদের দোয়াই আমি ভালো আছি । আজ কে আপনাদের দেখাব কিভাবে Bidvertiser এ Ad publishers করা যায় ।
আপনাদের যদি Bidvertiser অ্যাকাউন্ট থাকে তাহলে নিচের নিয়ম গুলো অনুসরণ করে আপনার ওয়েব সাইট বা ব্লগ এ Bidvertiser এর Ad publishers করেন । আর যদি Bidvertiser এ অ্যাকাউন্ট
না থাকে তাহলে আমার আগের পোস্ট টি দেখে একটি Bidvertiser এর অ্যাকাউন্ট তৈরি করে পেলুন । অ্যাকাউন্ট তৈরি করতে চাইলে এই লিঙ্ক এ যান http://techtuneser.blogspot.com/2013/03/google-adsence-bidvertiser.html । Bidvertiser এ Ad publishers করতে নিচের নিয়ম গুলো অনুসরণ করুনঃ
  1. http://www.bidvertiser.com এ গিয়ে লগ ইন করুন ।
  2. publishers center এ ক্লিক করুন ।
  3. এরপর ADD new BidVertiser এ ক্লিক করুন ।
  4. তার পর যা যা দিতে বলবে তা দিবেন । আর যদি কোন কিছু দিতে না পারেন তাহলে নিচে কমেন্ট করে জানাবেন ।
  5. এরপর Choose template এ ক্লিক করুন । আপনার ইচ্ছা মতো template choose করুন ।
  6. তার পর Get Ad Code এ ক্লিক করুন । এবার এই খানে যেই কোড টি এসেছে সেই টি কপি করুন ।
  7. এরপর আপনার ব্লগার ড্যাশবোর্ড এ যান । এখান থেকে tamplate এ যান । 
  8. তার পর Edit HTML এ ক্লিক করুন ।
  9. আপনার কপি করা কোড টি <head> এর নিচে paste করুন ।
  10. এরপর save tamplate এ ক্লিক করুন ।
আজকে এই পর্যন্ত থাক আগামী পর্বে বিস্তারিত আলোচনা করব । ধন্যবাদ সবাইকে । যদি কোন সমস্যা হয় তাহলে নিচে কমেন্ট করবেন ।

1 টি মন্তব্য: